Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

acquirement

২০২১-২২ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহ:

নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে UITRCE , বানিয়াচং, হবিগঞ্জ দেশের শিক্ষার উন্নয়ন ও বর্তমান সরকারের ‘রূপকল্প২০২১’  এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যানবেইস এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এছাড়া ও টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় নির্দেশক কাঠামো (NSDES) ও পরিবীক্ষণের নিমিত্তে ব্যানবেইস কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে UITRCE, বানিয়াচং,হবিগঞ্জ নিম্ন রূপকার্যক্রম গ্রহণকরেছে।

Online বার্ষিক শিক্ষা জরিপ এর মাধ্যমে উপজেলার 42টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগৃহীত হবে।

উপজেলা পর্যায়ে UITRCE তে 96 জন শিক্ষককে বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

উপজেলা পর্যায়ে UITRCE তে ৪৮ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার মেন্টেইনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে ই-সেবা গ্রহীতার সংখ্যা ২০২১-২২ অর্থবছরে  ১0০ বৃদ্ধিকরণ।

সমন্বিত শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (IEIMS) ও CRVS এর আলোকে স্টুডেন্টস প্রোফাইল প্রণয়ন ও ইউনিক আইডি প্রদানে ব্যানবেইস কর্তৃক গৃহীত কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করা।

উপজেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসেবে কার্যক্রম/সম্পাদন।

শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সেবা।